স্টাফ রিপোর্টার, মেলাঘর, ২০ জুলাই ।। মেলাঘরের জীবতলী এলাকায় বাইক ও বাই সাইকেলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে এক যুবক। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম সুকান্ত দাস। রাজ্যে থেমে নেই দূর্ঘটনা।প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চলছে পথ দুর্ঘটনা ।
যার কারনে অকালেই মৃত্যুর কোলে ঢলে পরছে বহু জীবন।এমনই এক দূর্ঘটনার কবলে পড়তে হলো এক বাই সাইকেল আরোহীকে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাএ আনুমানিক সাড়ে নয়টা নাগাদ মেলাঘর জিপতলী এলাকার বাসিন্দা সুকান্ত দাস বাই সাইকেলে করে বৈরাগী বাজারে যাওয়ার পথে বরুয়া চৌমুহনী এলাকায় আসতেই অপর দিক থেকে আসা TR07D8177 নম্বরের একটি মোটর সাইকেল সুকান্তকে সজোরে ধাক্কা দেয়।
তাতে সুকান্ত রাস্তায় ছিটকে পড়ে যায় এবং ঘোরতর ভাবে আহত হয়। মেলাঘর অগ্নিনার্বাপক দপ্তরের কর্মীরা খবর পেলে তাকে তড়িঘরি ঘটনাস্থল থেকেেে উদ্ধার করের মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। মেলাঘর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে বাইক চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।