স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ জুলাই।। মা এবং বড় ভাইকে গুলি করে হত্যার চেষ্টায় পলাতক যুবক শেষ পর্যন্ত পুলিশের জালে। গুলি কাণ্ডে পরেই পালিয়ে গা দেখা দিয়েছিল গভীর জঙ্গলে।
আজ বিকেল বিকেল নাগাদ সে বাড়িতে ফিরে আসলে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে নিজ বাড়ি থেকে রবি চরণ দেববর্মার ছোট ছেলে সাজেশ দেববর্মা কেআটক করে মুঙ্গিয়াকামি থানায় নিয়ে আসে।
বর্তমানে সে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হেফাজতে রয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপার্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিভাবে কোথা থেকে তার কাছে এই বন্দুক আসলো তারও জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।
সংবাদে আরো জানা যায় গতকাল রাতের ঘটনার পর মুঙ্গিয়াকামি থানার পুলিশ সহ ত্রিপুরা মহকুমা পুলিশ আধিকারিকর সোনা চরণ ত্রিপুরা দেখেছিল বিষয়টি গুরুত্ব সহকারে দেখায়, মুংগিয়াকামি থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ধ্রুবজয় রিয়াং এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নিয়ে নুনাছড়া এলাকায় ঘটনাস্থলে যায়।
এলাকাবাসীদের সহ সহযোগিতায় গুলি কাণ্ডে অভিযুক্ত ছোট ছেলে সাজেশ দেববর্মা কে আটক করতে সক্ষম হয়।