অনলাইন ডেস্ক, ১৯ জুলাই।। রবিবার সকালে সকলকে উষ্ণ করার জন্য একটি দূর্দান্ত ছবি নিয়ে চলে গেলেন মোনালিসা ঝুমা বৌদি। সুইমিং পুলের পাশে বসে একটি অনবদ্য ছবি তুলতে দেখা গেল তাকে। বহুদিন পর এরকম একটি খোলামেলা ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে একটি শ্যামলা রঙের কস্টিউম পরে দেখতে পাওয়া গেল তাকে।
নিঃসন্দেহে শরীরের বেশিরভাগ অংশ উন্মুক্ত এই ছবিতে। সবথেকে বেশি নজর কেড়েছে তার স্তন যুগল। বিবাহিত হলেও এই সুন্দরী সকলের মন জয় করেছেন বেশ কিছু বছর ধরে।
মূলত ভোজপুরী সিনেমার হিরোইন মোনালিসা ওয়েব সিরিজের প্রবেশ করেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
তামিল এবং বাংলা ছাড়া হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তার অনবদ্য চাহনি এবং অভিনয়ে মুগ্ধ করে পুরুষদের। এই ছবিতে ব্যস্ত জীবনের পাশাপাশি একটু রিল্যক্স করতে দেখা গেলো তাকে।
ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এবং বহু পুরুষের ফেসবুক ওয়ালে সুসজ্জিত ভাবে সম্মানিত হয়েছে এই ছবিটি।