স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৯ জুলাই।। গোপন খবরের ভিত্তিতে নেশাকারবারীদের বাড়ীঘর ও দোকানে তল্লাসী চালাল শান্তির বাজার থানার পুলিশ। শান্তিরবাজার মহকুমার সর্বত্র চলছে নেশা সামগ্রীর রমরমা ব্যাবসা।
আরক্ষা প্রসাশন চেষ্টা করেও কোনোপ্রকার সুরাহা করতে পারছেনা। সুত্রের খবর অনুযায়ী শান্তিরবাজার থানার গাড়ী চালক শিবু দাস প্রতিমাসে শান্তির বাজারের ছোট বড় সকল নেশাকারবারী থেকে মাসিক অর্থ সংগ্রহ করে থানার সমস্ত তথ্য নেশা কারবারীদের হাত তুলে দেয়।
আজও তার একটি চিত্র লক্ষ্য করা গেলো। শান্তিরবাজার মহকুমায় যে সকল দোকানে ও বাড়ী ঘরে নেশাসামগ্রীর রমরমা ব্যাবসা চলে সেই সকল জায়গায় হানা দেয় শান্তিরবাজার থানার পুলিশ।
শান্তিরবাজার মোটর স্টেন্ড সংলগ্ন একটি বাড়ীতে ও শান্তিরবাজার পুরাতন হাসপাতাল রোড সংলগ্ন জামাই নামে খ্যাত বক্তির দোকানে ও উনার বাড়ীতে তল্লাশী চালায় শান্তিরবাজার থানার পুলিশ।
কিন্তু পুলিশের আগমনের বার্তা প্রথম থেকেই জানা ছিলো নেশা কারবারীদের। তাই সব জায়গায় তল্লাশী চালিয়ে খালি হাতে ফিরতে হলো পুলিশকে।