স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৯ জুলাই।। ২০জুন গরু চোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযুক্তদের গ্রেপ্তার না করা এবং আইনি ব্যবস্থা গ্রহন না করার দাবী জানিয়ে মুঙ্গিয়াকামী থানা ঘেরাও করে এলাকাবাসীরা।ঘটনা সোমবার দুপুর নাগাদ।গণহত্যা কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ না করার দাবি জানিয়ে থানা ঘেরাও এবং ডেপুটেশনে শামিল হল এলাকার উত্তপ্ত জনগণ।
উল্লেখ্য,গত জুন মাসের ২০ তারিখ গরু চোর সন্দেহে হত্যাকাণ্ডের সাথে জরিত থাকার সন্দেহে এখন পর্যন্ত ৬ জনকে আটক করে পুলিশ। বর্তমানে চারজন আটককৃত ব্যক্তিরা আদালতের বিচারাধীন। আটককৃত ৬ জনকে জিজ্ঞাসাবাদের পর আরো অনেক জনের নাম ও তথ্য পুলিশের হাতে উঠে আসে।
পুলিশের তথ্য অনুসারে মুঙ্গিয়াকামি থানাধীন এবং কল্যানপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে সন্দেহবশত জিজ্ঞাসাবাদের জন্য দুই থানায় এলাকাবাসীদের আনা হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, যাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে তারা নিরপরাধ। তাদেরকে ছেড়ে দিয়ে অন্য আর কাউকে যেন জিজ্ঞাসাবাদের নামে হয়রানি না করা হয় ।
তাদের বক্তব্য, হল পুলিশ যাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসছেন তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তারা নিছক সাধারণ মানুষ। থানা ঘেরাও করাও এবং ডেপুটেশনের পূর্বে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল সংঘটিত করে।
পরে মিছিলটি মুঙ্গিয়াকামি থানায় এসে সাধারণ জনগণ ঘেরাও করে। দীর্ঘ প্রায় ৫ ঘন্টা যাবত মুঙ্গিয়াকামি থানা ঘেরাও করে রাখে।
ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। ঘেরাও কারীদের সাথে কথা বলেন এবং তাদের দাবিকে তদন্ত করে দেখা হবে বললে আশ্বাস দিলে বিক্ষোভ কারীরা মুক্ত করে।