স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৯ জুলাই।। তেলিয়ামুড়ায় এক কিশোর প্রতিমা বিসর্জনে গিয়ে খোয়াই নদীর জলে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় গভীরে ভাবে মর্মাহত হয়েছেন বিধায়িকা কল্যাণী রায়।
সোমবার সোশ্যাল মিডিয়ায় শ্রীমতী রায় একটি পোস্ট করেন। তিনি যে পোস্ট করেছেন তা এই প্রতিবেদনে হুবহু দেয়া হল। তিনি লিখেছেন-
”গতকাল সমস্ত তেলিয়ামুড়াবাসী আমরা একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনার সাক্ষী রইলাম।
গতকাল একজন কার্যকর্তার ফোন পেয়ে জানতে পারলাম, প্রতিমা নিরঞ্জন করতে এসে খোয়াই নদীতে তলিয়ে যায় তেলিয়ামুড়া জয়নগর সকলের প্রিয় অনির্বাণ পাল। সঙ্গে সঙ্গে মহকুমা আধিকারিকদের সঙ্গে কথা বলি এবং চাকমাঘাট ব্যারেজের সুইচগেটটি বন্ধ করা হয়।
তাছাড়া NDRF- এর আধিকারিকদের সঙ্গে কথা বলি, রাতভর খোঁজাখুঁজির পর আজো তাদের সার্চ অপারেশন চলছে। আজ জয়নগর স্থিত অনির্বাণের বাড়িতে যায় এবং কথা বলি তার মা, বাবা এবং আত্মীয় পরিজনদের সাথে। বুঝতে পারছিলাম আমি নিজেও একজন মা হয়ে কিভাবে তাকে মা’কে সান্ত্বনা দেব।
কিছুদিন আগে অনির্বাণের সঙ্গে আমার তেলিয়ামুড়া হলিক্রস বিদ্যালয়ে পরিচিতি হয়, ঐদিন একটি অনুষ্ঠান’কে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছিল অনির্বাণ। আমি খোয়াই জেলার সমস্ত থানায় খবর নিয়েছি, অনির্বাণের এখনো কোনো খবর পাওয়া যায়নি।
ঈশ্বরের নিকট প্রার্থনা করি, কোথাও না কোথাও থেকে ঈশ্বর একটি চমৎকার করুক এবং অনির্বাণ পাল’কে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিক, শোক সন্তপ্ত পরিবারটিকে এই শোকটি কাটিয়ে ওঠার শক্তি প্রদান করুক ঈশ্বর।”