Marriage Fund : বিয়ের তহবিল হিসেবে ২০০ তরুণ-তরুণীকে দেয়া হল প্রায় আট কোটি টাকা
অনলাইন ডেস্ক, ১৯ জুলাই।। বিয়ের তহবিল হিসেবে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং অক্ষম মানুষদের বিশেষ পরিস্থিতিতে নিজের তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।
সালমান গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন।
নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন।
এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সেবার ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি। পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।