স্টাফ রিপোর্টার, কুমারঘাট/ আগরতলা, ১৯ জুলাই।। চলে গেলেন ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার প্রবীণ সাংবাদিক মানিক দাস৷ মৃত্যকালে বয়স হয়েছিল ৬৮ বছর৷
তিনি স্ত্রী এবং এক পুত্র ও কন্যা সহ রেখে গেছেন অগণিত গুনমুগ্দ৷ গত কয়েকদিন আগে কোভিডে আক্রান্ত হয়ে প্রথমে কুমারঘাট হাসপাতাল ও সেখান থেকে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
কিন্তু অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন৷ যথারীতি সেখানে নিয়ে এলে অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে কোভিড আইসিইউতে ভর্তি রাখেন৷ কয়েক দিন ভর্তি থাকলেও শেষ রক্ষা হয়নি৷ রবিবার সকাল আনুমানিক ৬টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক মানিক দাস৷ পরে মৃতদেহ আগরতলা বটতলা মহাশ্মশানেই সৎকার করা হয়৷
প্রবীণ সাংবাদিক মানিক দাসের প্রয়াণের খবরে গভীর শোক নেমে এসেছে রাজ্যের কর্মরত সাংবাদিক মহলে৷ কুমারঘাটে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি৷ স্বাভাবিক কারণেই সেখানেও তার প্রয়ানে গভীর শোক নেমে আসে৷ কুমারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি এবং মৃত্যুর আগে পর্যন্ত এই দায়িত্বে ছিলেন৷
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনেরও প্রবীণ সদস্য ছিলেন তিনি৷ বরিষ্ট সাংবাদিক মানিক দাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন এবং শোকসন্তপ্ত পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে৷
এদিকে আগরতলা প্রেসক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের তরফ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ সেই সাথে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে৷