অনলাইন ডেস্ক, ১৮ জুলাই।। ভারতকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে নেমে দারুণ এক ইনিংস খেললেন শিখর ধাওয়ান। জন্মদিনে ওয়ানডে অভিষেকেই ফিফটি পেলেন ইশান কিষান। সুবাদে শ্রীলঙ্কা সফরে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের দাপুটে জয় পেল ভারত। শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের লক্ষ্য এদিন ৩৬.৪ ওভারেই পেরিয়ে যায় ভারত।
ধাওয়ান ৯৫ বলে অপরাজিত ৮৬ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। কিষান ৪২ বলে ৫৯ রান করেন ৮ চার ও ২ ছক্কায়। পৃথ্বি শর ব্যাট থেকে আসে ২৪ বলে ৯ চারে ৪৩ রান।
বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে গড়া ভারতের মূল দল এখন ইংল্যান্ড সফরে রয়েছে। তাই রাহুল দ্রাবিড়কে কোচ ও ধাওয়ানকে অধিনায়ক করে সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় দ্বিতীয় সেরা দল পাঠিয়েছে ভারত। যদিও খেলা দেখে মনে হয়নি, ভারতের এটি দ্বিতীয় সেরা দল।
রবিবার প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করেন চামিকা করুনারত্নে। ম্যাচসেরা হয়েছেন পৃথ্বিশ।