অনলাইন ডেস্ক, ১৯ জুলাই।। নতুন তিন দেশকে সদস্যপদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সুইজারল্যান্ডে সংস্থাটির ৭৮তম বার্ষিক সভায় রবিবার এই সিদ্ধান্ত আসার পর মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং সুইজারল্যান্ড সব বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে।
করোনার কারণে অনলাইনে আয়োজিত সভায় এশিয়া অঞ্চলে মঙ্গোলিয়া এবং তাজিকিস্তানকে ২২ এবং ২৩তম সদস্য হিসেবে স্বাগত জানানো হয়। আর সুইজারল্যান্ড যোগ হয় ইউরোপের ৩৫তম সদস্য হিসেবে।
সব মিলিয়ে আইসিসিতে এখন ১০৬টি সদস্য দেশ যুক্ত হল। সদস্যপদ পাওয়ার পর তিন দেশ আলাদা বিবৃতিতে, আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
২০০৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল মঙ্গোলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরে ২০১৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত হয়। বর্তমানে ১৬টি স্কুলে ক্রিকেট কোচিং চালু রয়েছে। ২০১৯ সালে দেশটির ন্যাশনাল ইয়ুথ গেমসে ক্রিকেটও রাখা হয়েছিল।
শুধু পুরুষদের নয়, মঙ্গোলিয়ায় নারী ক্রিকেটের আগ্রহও অনেক। বর্তমানে স্কুল ক্রিকেট খেলা খেলোয়াড়দের ৩৯ শতাংশই নারী। চলতি বছরের সেপ্টেম্বরে ন্যাশনাল ইয়ুথ গ্রিন গেমস আয়োজনের অপেক্ষায় রয়েছে মঙ্গোলিয়া। সেখানেও ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।
সুইজারল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২০১৪ সালে। বর্তমানে সুইজারল্যান্ডে ৩৩টি ক্রিকেট ক্লাব রয়েছে। যেখানে জুনিয়র ক্রিকেট প্রোগ্রামও সমান তালে চালানো হয়।