অনলাইন ডেস্ক, ১৯ জুলাই।। ১৫টি দেশের কূটনৈতিক মিশন এবং কাবুলের ন্যাটো প্রতিনিধিরা তালেবানকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। দোহায় আফগান সরকারের সঙ্গে তাদের উচ্চ পর্যায়ের আরেকটি শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পর এই বিবৃতি এসেছে।
আল-জাজিরা জানিয়েছে, আফগান নেতাদের এক সিনিয়র প্রতিনিধি কাতারের রাজধানীতে দুই দিন ধরে তালেবানের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এরপর রবিবার তালেবান যে বিবৃতি দিয়েছে, সেখানে সংঘাত বন্ধ করার কোনো কথা উল্লেখ করা হয়নি।
১৫টি মিশন এবং ন্যাটো প্রতিনিধিরা তাদের বিবৃতিতে বলেছেন, ‘এখন ঈদুল আজহা, কল্যাণের জন্য তালেবানের অস্ত্র ছাড়া উচিত। শান্তি প্রক্রিয়ায় তাদের প্রতিশ্রুতি পৃথিবীকে দেখানোর সময় এখন। ’
যৌথ বিবৃতি সমর্থন করা দেশগুলো হল: অস্ট্রেলিয়া, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইউরোপিয়ন ইউনিয়নের প্রতিনিধি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সিনিয়র প্রতিনিধি।
বিবৃতিতে তালেবানকে অভিযুক্ত করে বলা হয়েছে, ‘তালেবানের সহিংসতা সমঝোতার পথে সরাসরি বিরোধী আচরণের সামিল। ’
‘এর ফলে নিরপরাধ আফগানদের প্রাণ যাচ্ছে। তাদের বাড়িঘর শেষ হয়ে যাচ্ছে। ’