Beating : সালিশী সভায় বিচারের নামে মারধরের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে আমজাদনগরে

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৯ জুলাই।। শালিসি সভার নাম করে মারধরের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে বিলোনিয়া আমজাদনগরে । আহতদের পক্ষ থেকে অভিযোগ বাঁশ পদুয়া পঞ্চায়েতের শাসকদলের উপপ্রধানের নেতৃত্বে চার পাঁচ জন মিলে সালিশী সভাতে মারধর করে ।

এই মারধরের ঘটনায় একই পরিবারের পাঁচ জন আহত হয় বলে জানা যায় আহতদের পক্ষ থেকে । ঘটনা স্থলে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠিয়ে দেয় ।

পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । সালিশী সভাতে মারধরের ঘটনা যদিওবা অকপটে শিকার করেছে এলাকার বিজেপি যুব মোর্চা নেতা । উনার বক্তব্য সালিশী সভাতে বিজেপি দল ও পঞ্চায়েতের সদস্য দের গালিগালাজ করাতে মারধরের ঘটনা ঘটে যায় ।

ঘটনায় জানা যায় , RPM নামে মহিলা ফাইনান্স গ্ৰুপের টাকার লেনদেন নিয়ে সালিশী সভা ডাকে বাঁশ পদুয়া পঞ্চায়েতের কতৃপক্ষ সহ এলাকার শাসকদলের মাতব্বররা । যথারীতি আমজাদ নগর কমিউনিটি হলে সোমবার দশটা নাগাদ সালীশী সভাতে উপস্থিত হয় , বাবলু মিয়া সহ তার স্ত্রী, মা রুনী বেগম ও কিছু আত্মীয় স্বজন মিলে ।

যাওয়ার পরেই শুধুমাত্র বাবলু মিয়াকে কমিউনিটি হলে রেখে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে উপপ্রধানের সামনেই মারতে থাকে মিলন মিয়া সহ আরো অন্যান্য বিজেপি মাতব্বররা ।

ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুনার পর বাইরে থাকা বাবলু মিয়ার পরিবার সহ আত্মীয় স্বজনেরা চিৎকার চেঁচামেচি করতেই কমিউনিটি হলের দরজা খুলতেই উত্তেজনা সৃষ্টি হয় ।এই উত্তেজনা থেকেই শুরু হয় বাকবিতন্ডা ।

বাকবিতন্ডা থেকে শাসকদলের উপপ্রধান ও সদস্য সহ কিছু এলাকার শাসকদলের মাতব্বররা মিলন মিয়া ,নিজাম মিয়া ,ছুটি মিয়া, খানসাফ, হানু নাকি বাবলু সহ তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ । এছাড়া আরো অভিযোগ মিলন মিয়া নাকি বাবলু মিয়াকে ছুরি আঘাত করে এর ফলে মাথায় ও ঘাড়ে আঘাত লাগে ।

এই আঘাত পাওয়ার পর হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চাইলেও শাসকদলের কিছু নেতারা নাকি বাঁধা দেয় বলে অভিযোগ । পরে পুলিশের উপস্থিতিতে আহতদের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।

সালিশী সভার নাম করে মারধরের ঘটনা আজকে শুধু নয় , এর আগেও এমন কয়েকবার ঘটনা ঘটেছে আমজাদ নগরে । সালিশী সভাতে বিচারের নামে করা হচ্ছে মারধর এমনই অভিযোগ এলাকাবাসীদের পক্ষ থেকে ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?