অনলাইন ডেস্ক, ১৮ জুলাই।। ভূমধ্য সাগরতীরে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম জিতেছে হংকংয়ের ‘অল দ্য ক্রোস ইন দ্য ওয়ার্ল্ড’।
১৭ জুলাই, শনিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আসরের প্রথমদিকে ঘোষণা করা হলো পুরস্কারটি।
‘অল দ্য ক্রোস ইন দ্য ওয়ার্ল্ড’ ছবিতে এক রাতে প্রাপ্তবয়স্কদের রোমাঞ্চকর জগতে ১৮ বছরের স্কুলছাত্রী শনেনের ঢুকে পড়ার গল্প দেখানো হয়েছে। ছোট দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন হংকংয়ের ই ট্যাঙ।
তার হাতে পুরস্কার তুলে দেন স্বল্পদৈর্ঘ্য ও সিনেফঁদাসো বিভাগের বিচারক সামে আলা ও মুনিয়া মেদুর।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে নারী নির্মাতা জেসমিন তেনুচির ‘অগাস্ট স্কাই’। অন্যদিকে ক্যামেরা দ্য’র পেয়েছে ‘মুরিনা’।