অনলাইন ডেস্ক, ১৮ জুলাই।। একসময় দেনার দায়ে জর্জরিত ছিলেন। খেটেছেন জেলও। সেই সব দিন স্মরণ করে বলিউডের নামকরা কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদব বলেছেন, সবাইকে পাশে পেয়েছিলেন বলেই ঘুরে দাঁড়াতে সক্ষম হন।
আর্থিক সমস্যা চলাকালীন বলিউড তার পাশে ছিল কি না- এমন প্রশ্নের জবাবে আরজে সিদ্ধার্থ কান্নকে দেওয়া সাক্ষাৎকারে রাজপাল বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকের একে অপরের জন্য নিজেদের দরজা খুলে রাখা উচিত.. আমি এখানে কখনই পৌঁছোতে পারতাম না, যদি না আমাকে সাহায্য করা হতো। পুরো বিশ্ব আমার সঙ্গে ছিল। আমাকে নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়েছিল। ’
ইন্ডাস্ট্রিতে লড়াইয়ের দিনগুলো স্মরণ করেছেন রাজপাল। তিনি বলেন, ‘আপনি যখন মুম্বাইতে নামবেন, অচেনা নতুন শহর, যেখানে অন্যের সঙ্গে একটি অটো ভাগ করেন বোরিভালি যেতে হতো… অটোর জন্য টাকাও ছিল না,
হাঁটতে হত জুহু, লোখান্ডওয়ালা, আদর্শ নগর, গুরগাঁও, কখনো বান্দ্রা, সঙ্গে নিজের ফটো, আর সাফল্যের খোঁজ, এবিষয় আর কী বলব? জীবন যদি শক্ত মনে হয় তবে মিশনটি সহজ। জীবন যদি সহজ মনে হয় তবে মিশনটি শক্ত হয়ে যায়। ’
রাজপালকে শিগগিরই ‘হাঙ্গামা ২’ সিনেমায় দেখা যাবে। মিজান, শিল্পা শেটি এবং পরেশ রাওয়ালের সঙ্গে অভিনয় করবেন তিনি।