Film Festival : ১২ দিনের নানা আয়োজন শেষে কার থলিতে প্রাপ্তি কতটুকু, সেরা হল কারা

অনলাইন ডেস্ক, ১৮ জুলাই।। ভূমধ্যসাগর তীরে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়ল নারী নির্মাতা। ২৮ বছরের ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ঝুলিতে উঠল স্বর্ণপাম। ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ চলচ্চিত্রটি কান উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম দ্য’র জিতে নিয়েছে।

১৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়।

এদিকে ১২ দিনের নানা আয়োজন শেষে এখন দেখে নেওয়ার পালা কার থলিতে প্রাপ্তি কতটুকু। সেরা হলো কারা।

চলুন দেখে নেওয়া যাক মূল প্রতিযোগিতা বিভাগে কারা পেলেন কোন পুরস্কার।

স্বর্ণ পাম বা পাম দ’র: টাইটেন (জুলিয়া দুকুরনো, ফ্রান্স)

গ্র্যাঁ প্রিঁ: অ্যা হিরো (আসগর ফারহাদি, ইরান) এবং কম্পার্টমেন্ট নম্বর সিক্স (ইওহো কুয়োসমান, ফিনল্যান্ড)

সেরা পরিচালক: লিও ক্যারাক্স (আনেট, ফ্রান্স)

জুরি প্রাইজ: আহেদ’স নি (নাদাভ লাপিড, ইসরায়েল) এবং মেমোরিয়া (অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুল, থাইল্যান্ড)

সেরা অভিনেতা: ক্যালেব লান্ড্রি জোন্স (নিট্রাম, আমেরিকা)

সেরা অভিনেত্রী: রেনোত রাইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, নরওয়ে)

সেরা চিত্রনাট্য: ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি ও তাকামাসা ওয়ে, জাপান)

সম্মানসূচক পাম দ’র: জোডি ফস্টার ও মার্কো বেলোচ্চিও

উল্লেখ্য, ১৯৪৬ সাল থেকে প্রতি বছর কান চলচ্চিত্র উৎসব পালিত হয়ে আসছে। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর সাধারণত মে মাসে এটি পালিত হয়। পালে দে ফেস্তিভাল্‌স এ দে কোঁগ্র নামক ভবনটিতে মূল উৎসব অনুষ্ঠিত হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?