Film Festival : কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার পাম ডি’অর জিতেছে ফরাসি সিনেমা টিটান অনলাইন ডেস্ক, ১৮ জুলাই।। ২০২১ সালের কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার পাম ডি’অর জিতেছে ফরাসি সিনেমা টিটান। এটি যৌনতা ও সহিংসতায় পূর্ণ ‘অদ্ভুতুড়ে’ এক ছায়াছবি। বিবিসি লিখেছে, সিনেমাটিতে একজন নারী খুনির গল্প বলা হয়েছে। শৈশবে একটি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর গাড়ির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় এই নারী। শনিবারের পুরস্কার বিতরণী উৎসবের শুরুতেই মার্কিন পরিচালক স্পাইক লি মুখ ফসকে বলে ফেলেন কে পেতে যাচ্ছেন এবারের পাম ডি’অর। জুরিদের প্রেসিডেন্ট পরে দর্শকদের উদ্দেশে বলেন, ‘তালগোল পাকিয়ে ফেলার জন্য ক্ষমা চাইছি। ’ অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা যখন আসে তখন  পরিচালক জুলিয়া ডুকর্নো আবেগাপ্লুত হয়ে পড়েন। টিটান নিয়ে সমালোচকদের মিশ্র অভিমত আছে। এটাকে বর্ণনা করা হয়েছে, উৎসবে এযাবৎকালে প্রদর্শিত সবচেয়ে ‘ধাক্কা লাগার মতো’ ছবিগুলোর একটি হিসেবে। মহামারী শুরু হওয়ার পর কানেই প্রথম কোন পূর্ণাঙ্গ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো। গত বছরের আসরটি বাতিল করা হয়েছিল। কান উৎসবে সর্বশেষ পাম ডি’অর জিতেছিল বঙ জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’। এটি পরে ২০২০ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও সেরা ছায়াছবির পুরস্কার জেতে।

অনলাইন ডেস্ক, ১৮ জুলাই।। ২০২১ সালের কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার পাম ডি’অর জিতেছে ফরাসি সিনেমা টিটান। এটি যৌনতা ও সহিংসতায় পূর্ণ ‘অদ্ভুতুড়ে’ এক ছায়াছবি।

বিবিসি লিখেছে, সিনেমাটিতে একজন নারী খুনির গল্প বলা হয়েছে। শৈশবে একটি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর গাড়ির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় এই নারী।

শনিবারের পুরস্কার বিতরণী উৎসবের শুরুতেই মার্কিন পরিচালক স্পাইক লি মুখ ফসকে বলে ফেলেন কে পেতে যাচ্ছেন এবারের পাম ডি’অর।

জুরিদের প্রেসিডেন্ট পরে দর্শকদের উদ্দেশে বলেন, ‘তালগোল পাকিয়ে ফেলার জন্য ক্ষমা চাইছি। ’

অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা যখন আসে তখন  পরিচালক জুলিয়া ডুকর্নো আবেগাপ্লুত হয়ে পড়েন। টিটান নিয়ে সমালোচকদের মিশ্র অভিমত আছে।

এটাকে বর্ণনা করা হয়েছে, উৎসবে এযাবৎকালে প্রদর্শিত সবচেয়ে ‘ধাক্কা লাগার মতো’ ছবিগুলোর একটি হিসেবে।

মহামারী শুরু হওয়ার পর কানেই প্রথম কোন পূর্ণাঙ্গ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো। গত বছরের আসরটি বাতিল করা হয়েছিল।

কান উৎসবে সর্বশেষ পাম ডি’অর জিতেছিল বঙ জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’। এটি পরে ২০২০ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও সেরা ছায়াছবির পুরস্কার জেতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?