Drowned : বিপদত্তারিনী প্রতিমা বিসর্জন করতে গিয়ে খোয়াই নদীর জলে তলিয়ে গেল ১৬ বছর বয়সী কিশোর

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ জুলাই।। প্রতিমা বিসর্জন করতে গিয়ে খোয়াই নদীর জলে তলিয়ে গেল ১৬ বছর বয়সী এক কিশোর । ঘটনা রবিবার দুপুর ২ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায়। সংবাদে জানা যায়, গতকাল তথা শনিবার ছিল জয়নগরের বাসিন্দা টিংকু পালের বাড়িতে বিপদত্তারিনী পূজো। রবিবার বাড়ির সকলে মিলে জয়নগর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় খোয়াই নদীর জলে ভাসান দিতে আসে বাড়ির সকলের সঙ্গে টিংকু পালের ছেলে ১৬ বছরের অনির্বাণ পাল।

নদীতে নেমে পূজোর ঘট বিসর্জন দিয়ে আরো ৩ বন্ধুকে নিয়ে জল খেলতে খেলতে স্রোতের দিকে এগিয়ে যায়। নদীর স্রোতে নিজেদের সামলাতে না পেরে অনেকটা দূর চলে যাওয়ার পর এক জন কোনো প্রকারে পারে উঠতে সক্ষম হয়। অনির্বাণ সহ আরো এক যুবককে পার্শ্ববর্তী বাড়ি থেকে এক যুবক তাদের দেখতে পেরে নদীর জলে ঝাঁপ দিয়ে এক জনকে উদ্ধার করতে সক্ষম হয়। ততক্ষণে সাঁতার না জানায় অনির্বাণ মাথায় জলের তলায় দিয়ে ভেসে যেতে দেখতে পায় ওই যুবক। তার ধারণা ছিল একজনকে উদ্ধার করার পর অনির্বাণ কে উদ্ধার করতে নদীর জলে ঝাঁপ দেবে।

কিন্তু ততক্ষণে নদীর জলের স্রোতে তলিয়ে যায় অনির্বাণ। তাকে আর দেখা যায় নি। তারপরও উদ্ধারকারী যুবক সহ এলাকার বেশ কিছু যুবক দীর্ঘক্ষণ যাবত তল্লাশি চালিয়ে ও খোঁজ পায়নি। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা শাসক, মহাকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা। কিছু ক্ষণ সময় তল্লাশি চালিয়ে উদ্ধারে ব্যার্থ হয়ে ফিরে যায় দমকল বাহিনী। এরপরই খবর পাঠানো হয় টি.এস.আর ১২ নং ব্যাটিলিয়ানের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার টিমকে।

প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সময় তল্লাশি চালিয়ে ও হদিশ পাওয়া যায়নি তলিয়ে যাওয়া যুবকের। এদিকে ঘটনার খবর জানতে পেরে এলাকার বিধায়িকা কল্যাণী রায় চাকমা ঘাট ব্যারিজের বাঁধের গেইট বন্ধ করা এবং আগরতলার এন.ডি.আর.এফ টিম পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?