অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। দৃষমের মত সিনেমাতে অভিনয় করেছিলেন শ্রিয়া সারান। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়িকা হিসেবে পরিচিত তিনি। অভিনয় ছাড়াও বেশকিছু মডেলিং করেছেন এই অভিনেত্রী। ২০১৮ সালে রাশিয়ান প্রেমিক অ্যান্ড্রয়েই কশ্চিভকে বিয়ে করেন তিনি।
বর্তমানে রাশিয়ার বাসিন্দা এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে তাকে সক্রিয় দেখতে পাওয়া যায়। প্রায়শই নানান ছবি এবং ভিডিও শেয়ার করে সকলের মনোরঞ্জন করেন এই নায়িকা।
বাড়িতে বসে কোন ফটোশুট হোক অথবা বেড়াতে যাবার কোন ছবি, সবকিছুই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।
স্বামীর সঙ্গে মাঝে মাঝে ছবি শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে নিন্দুকের সমালোচনার পাত্র হতে হয়েছে তাকে।
ঘুরতে যাবার একটি ভিডিও শেয়ার করেছিলেন এই নায়িকা। ভিডিওটি সমুদ্রের মাঝে একটি বোটের মধ্যে তোলা। এই ভিডিওতে দেখা যাচ্ছে, নায়িকা তার স্বামীকে জিজ্ঞাসা করছেন, তাঁর মধ্যে কোন জিনিসটা সবথেকে বেশি বিরক্তকর লাগে তার স্বামীর। উত্তরে নায়িকার উন্মুক্ত বক্ষে নিজের মুখ গুজে দিলেন তিনি।
এর পরই তড়িঘড়ি ক্যামেরা বন্ধ করে দিতে হয় নায়িকাকে। ভিডিও দেখে অনেকে তাদের মধ্যে ভালোবাসার কথা উল্লেখ করলেও অনেকেই এই ভিডিওকে অসভ্যতার চূড়ান্ত প্রদর্শন বলে আখ্যা দিয়েছেন।
অনেকের মতে, এমন করা একেবারেই উচিত হয়নি। নেগেটিভ কমেন্ট এর সঙ্গে সঙ্গে নানা রকম খারাপ মন্তব্য এসেছে নায়িকা এবং তার স্বামীর দিকে।