অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। করোনার মধ্যেই ৭৪তম কান চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের অংশ হয়েছিলেন টলিউড তথা বলিউড অভিনেত্রী পাওলি দাম। লাল শাড়ি পরে কান ফেস্টিভ্যালে রেড কার্পেট মাতালেন পাওলি।
মিডিয়ার নজরের পাশাপাশি বিদেশিদের নজরও কেড়ে নিয়েছেন তিনি। সম্পূর্ণ বাঙালি সাজে সেজে রেড কার্পেট মাতিয়েছেন পাওলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
তবে এর ঠিক একদিন আগেই সি-বীচে লাল বিকিনি পরে পাওলির সানবাথ নেওয়ার ছবিটিও একইভাবে ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে।
পাওলির সেই হট অবতারে মুগ্ধ হয়েছিলেন নেট নাগরিকরা। অভিনেত্রী পাওলি দাম বোল্ড, সাহসী অবতারে ক্যামেরার সামনে আসতে কখনো দ্বিধা করেননি। তবে শাড়ি পরে সম্পূর্ণ বাঙালিয়ানাতেও স্বচ্ছন্দ্যবোধ করেন পাওলি।
সমুদ্রসৈকতে সাদা বালির উপর লাল রঙের তোয়ালে পেতে রোদ পোহাচ্ছিলেন পাওলি। পরনে ছিল লাল রংয়ের বিকিনি। এই ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
ক্যাপশানে পাওলি লিখেছিলেন, ”Morning blues from a decade back”। হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন CannedMemories। কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে গিয়ে যা কিছু ভালো মুহূর্ত কাটাচ্ছেন তিনি, সবই ক্যামেরার মাধ্যমে বন্দী করে রাখছেন, স্মৃতি হিসেবে।