Violence : দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। আগের দিনে ১১৭ জনের মৃত্যুর ঘোষণার চেয়ে এই সংখ্যা অনেক বেশি। শুক্রবার দেশটির সরকার এ কথা জানায়।

মন্ত্রী খুম্বুদজো নসহাভেনি এক সংবাদ সম্মেলনে বলেন, সহিংসতার কেন্দ্রস্থল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাওয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশ, বেশির ভাগ মৃত্যুর ঘটনা এখানেই ঘটেছে। সঙ্গে যোগ করেন, “পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। ”

মন্ত্রী জানান, কাওয়াজুলু-নাটালে আরও ১৪৮৮টি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। প্রদেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও জানান, ২ হাজার ৫৫০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে রাজধানীর জোহানেসবার্গে ৫৬টি সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

দেশটির সরকার বলছে, ক্ষতিগ্রস্ত এলাকার সহিংসতার বিস্তার রোধে ২৫ হাজার সেনা সদস্য পাঠানো হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের প্রতিক্রিয়ায় উদ্ভব হওয়া বিক্ষোভ গত সপ্তাহে গণ-অসন্তোষে রূপ নেয়। এর সঙ্গে যুক্ত হয় বেকারত্ব, বিদ্যুৎ বিভ্রাট ও কভিড ব্যবস্থাপনায় ব্যর্থতার প্রতিবাদ।

বিক্ষুব্ধরা বিভিন্ন শহরের দোকান-পাট, শপিং মলে লুটতরাজ এবং ফ্যাক্টরি ও ওয়ারহাউজে আগুন দেওয়া হয়।

এ দিকে নিরাপত্তা বিশ্লেষকেরা জানান, পুলিশ ও নিরাপত্তা সদস্যদের ওপর আস্থা হারিয়ে জনগণ নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?