অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। দরজায় কড়া নাড়ছে টোকিও অলিম্পিক। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। করোনার কারণে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে এবারের আসর।এর মধ্যেই এলো দুঃসংবাদ। অলিম্পিক ভিলেজে হানা দিয়েছে করোনা। হদিশ পাওয়া গেছে প্রথম করোনা আক্রান্ত রোগীর।
অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘ভিলেজে একজন করোনা আক্রান্ত হওয়ার পাওয়া গেছে। এটাই ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ কেস।’তবে এখনো করোনা আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত, সেসব বিষয়ে কিছুই জানাননি তিনি।
টোকিও অলিম্পিক আয়োজনের কথা ছিল গত বছর। তবে একাধিক বড় টুর্নামেন্টের মতো করোনার কারণে এই মেগা টুর্নামেন্টেও পিছিয়ে যায়।ইউরোপে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এশিয়ায় এখনো এই মহামারি বাড়-বাড়ন্ত অবস্থায় রয়েছ। জাপানেও করোনা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
স্থানীয়রা এই অবস্থায় অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বহু আলাপ আলোচনার পর দর্শকশূন্য অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।