অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রথম ধাপে রয়েছে বিশ্ব। ইতোমধ্যে শনাক্ত রোগী ছাড়িয়ে গেছে ১৯ কোটির গণ্ডি। মৃত্যুর সংখ্যাও ৪১ লাখের পথে।পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের শনিবারের হালনাগাদ তথ্যে এমনটা জানা গেছে।গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ লাখ ৬২ হাজার ৮০০ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ২ লাখ ৭০ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ৬৫৩ জন। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৪০ লাখ ৯১ হাজার ৪৮৯ জন।করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি ৪৯ লাখ ৩০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মারা গেছেন ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন।
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত রোগী প্রায় ৩ কোটি ১০ লাখ ৬৫ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৩ জন যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ।
সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৮ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৪০ হাজার ৫০০ জন যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।