অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো শ্রীলঙ্কার স্কোয়াডে ডাক পেয়েছেন লাহিরু উদানা, শিরান ফার্নান্দো ও ঈশান জয়ারত্নে। তাদের সঙ্গে ধনাঞ্জয়া লক্ষণ ও প্রভীন জয়াবিক্রমাকে নিয়ে শুক্রবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
লঙ্কানদের হয়ে এই দুজনের আগে ওয়ানডে অভিষেক হলেও টি-টোয়েন্টি খেলা হয়নি। এ ছাড়া দীর্ঘদিন পর সীমিত ওভারের ক্রিকেটের জন্য দলে ফিরেছেন লাহিরু কুমারা। চোটের কারণে কুশল পেরেরা না থাকায় ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সহ-অধিনায়ক করা হয়েছে ধনাঞ্জয়া ডি সিলভাকে।
৪ বছরে এ নিয়ে দশমবারের মতো অধিনায়ক পরিবর্তন করলো শ্রীলঙ্কা। ২০১৭ সালের শুরু থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছেন উপুল থারাঙ্গা (১৭ ম্যাচ), দিমুথ করুনারাত্নে (১৭ ম্যাচ), অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৫ ম্যাচ), দিনেশ চান্দিমাল (৯ ম্যাচ), লাসিথ মালিঙ্গা (৯ ম্যাচ), লাহিরু থিরিমান্ন (২ ম্যাচ), চামারা কাপুগেদারা (১ ম্যাচ) ও থিসারা পেরেরা (২ ম্যাচ) ও কুশল পেরেরা (৬ ম্যাচ)।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভঅ, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাক্ষে, পাথুম নিশানকা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আশেন বান্দারা, মিনোদ ভানুকা, লাহিরু উদারা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো (কেবল টি-টোয়েন্টি সিরিজের জন্য), দুষ্মন্ত চামিরা, লক্ষন সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, শিরান ফার্নান্দো, ধনাঞ্জয়া লক্ষণ, ঈশান জয়ারত্নে, প্রভীন জয়াবিক্রমা, আশিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ইসুরু উদানা।