অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের হারে হতাশ নয় তার দল। তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় নিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরল প্রোটিয়ারা। দ.আফ্রিকার দেওয়া পাহাড়সম রান তাড়া করতে গিয়ে ৭০ রানে হেরেছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল তারা।
ডাবলিনে টসে জিতে জানেমান মালান ও কুইন্টন ডি ককের ২২৫ রানের জুটিতে ৩৪৬ রানের সংগ্রহ পায় দ.আফ্রিকা। সেঞ্চুরির দেখা পেয়েছেন এই দুই ওপেনার মালানের ১৬৯ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৬ চার ও ৬ ছক্কায়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৯ রান করেছিলেন তিনি সিরিজ বাঁচানোর ম্যাচে মালানের চেয়ে দ্রুতগতিতে রান তুলেন ডি কক। ৯১ বলে ১২০ রানের মাথায় দলীয় ৩৭তম ওভারে মার্ক অ্যাডারের বলে সাজঘরে ফেরেন তিনি। ডি ককের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৫ ছয়ে।
জবাব দিতে নেমে সিমি সিংয়ের অপরাজিত সেঞ্চুরিও ম্যাচ বাঁচাতে পারেনি আইরিশদের। ৪৭.১ ওভারে ২৭৬ রানে অলআউট হয় স্বাগতিকেরা শেষদিকে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেন সিমি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার ৯১ বলে ১০০ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে। এ ছাড়া আইরিশদের হয়ে কার্টিস ক্যাম্পার ৫৪ বলে করেন ৫৪ রান। সিমি-ক্যাম্পার মিলে সপ্তম উইকেটে ১০৭ বলে করেন ১০৪ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৩৪৬/৪ (৫০ ওভার): মালান ১৭৭*, ডি কক ১২০; লিটল ২/৫৩
আয়ারল্যান্ড: ২৭৬/১০ (৪৭.১ ওভার): সিং ১০০*, ক্যাম্পার ৫৪; শামসি ৩/৪ ৬
দক্ষিণ আফ্রিকা ৭০ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: জানেমান মালান
প্লেয়ার অব দ্য সিরিজ: জানেমান মালান