অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে এসি মিলানে পাড়ি দেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন অলিভিয়ের জিরুদ। তবে ইতালিয়ান ক্লাবের সঙ্গে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
২০১৮ সালের জানুয়ারিতে ১৮ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে চেলসিতে পাড়ি দিয়েছিলেন জিরুদ। জুনের শুরুতেই অবশ্য তার সঙ্গে এক বছর মেয়াদে নতুন চুক্তি করেছিল চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। পরের মাসেই নতুন ঠিকানা বেছে নিলেন তিনি।
বিদায় বেলায় ৩৪ বছর বয়সী তারকা টুইট বার্তায় লিখেছেন, চেলসি থকে অনেক ‘স্মরণীয় মুহূর্ত’ সঙ্গে নিয়ে যাচ্ছেন তিনি। নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ‘নির্ভার ও খুশি মনে’।টুইটারে এই স্ট্রাইকার লিখেছেন, ‘আমাদের এফএ কাপ, ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মুহূর্তগুলো ছিল চমৎকার। অল ব্লুজদেরকে (চেলসির ডাকনাম), আমার সতীর্থ ও সব কোচ, পুরো ক্লাবকে অসংখ্য ধন্যবাদ বিশেষ মুহূর্তগুলোর জন্য।’
সবশেষ মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসির হয়ে ৩১ ম্যাচে ১১ গোল করেন জিরুদ। কিন্তু প্রিমিয়ার লিগে শুরুর একাদশে ছিলেন মাত্র ৮ ম্যাচে।গত মৌসুমে জার্মান ফরোয়ার্ড কাই হাভেরটজ ও টিমো ওয়েনারকে দলে ভেড়ায় চেলসি। যে কারণে জিরুদের সুযোগ কমে আসে।চেলসির হয়ে সব মিলে ১১৯ ম্যাচে ৩৯ গোল জিরুদের। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং এফএ কাপ। এর আগে আর্সেনালের হয়ে জিতেছেন তিনটি এফএ কাপ।