স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জুলাই।। করোনা অতিমারী পরিস্থিতিতে সমস্ত সরকারি স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খার্চি শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই পূজা চলবে ২৩ জুলাই পর্যন্ত।
প্রধান পুরোহিত চন্তাইয়ের পরিচালনায় সকালে অনুষ্ঠিত হয় চতুর্দশ দেববেবীর স্নানযাত্রা। স্নানযাত্রা শেষে মন্দির চত্বর প্রদক্ষিণ করে চতুর্দশ দেবদেবীকে পূজার্চনার জন্য বাইরের মন্দিরে স্থাপন করা হয়।
আজ সকালে রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন চতুর্দশ দেবতা মন্দির পরিদর্শন করেন। চিরাচরিত প্রথা অনুযায়ী গতকালও সন্ধ্যায় চতুর্দশ দেবদেবীর স্নানযাত্রা সম্পন্ন হয়।
গতকাল সন্ধ্যায় চতুর্দশ দেবদেবীর স্নানযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, পুরাতন আগরতলা ব্লকের বিডিও সুদিপ্ত বিশ্বাস।
বিধায়ক রতন চক্তবর্তী এক শুভেচ্ছাবার্তায় জাতি-জনজাতির সৌভাতৃত্বের উৎসব ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষ্যে সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি কোভিড মহামারীর কারণে সমস্ত সরকারি নিয়ম নীতি মেনে ভিড় এড়িয়ে চলার আহ্বান রাখেন।