স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১৭ জুলাই।। বৃদ্ব ভাতার কাগজ পত্র জমা নিতে গিয়ে দিনের পর দিন হয়রানি শিকার হতে হচ্ছে বৃদ্ব বৃদ্বদের । এমনই অভিযোগ গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আই সি ডি এস অফিস কর্মীদের বিরোদ্বে।এর সমাধান চায় সাধারন মানুষ।
অভিযোগে জানা যায় অনেকের বয়স আশি,অনেকের বয়স আবার একশো ছুই ছুই। কিন্তু আজও ওই বৃদ্ব বৃদ্বাদের ভাগ্যে জুটেনি সরকারী বৃদ্ব ভাতা। বৃদ্ব বৃদ্বাদের অভিযোগ মাসের পর মাস অফিসে এসে কাগজ পত্র জমা দিতে গেলে কোন না কোন অজুহাতে বৃদ্ব বৃদ্বাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ।
গন্ডাছড়া মহকুমার অন্তর্গত বহু দুরদুরান্তের এ ডি সি ভিলেজ থেকে গাটের পয়সা খরচ করে বছরের পর বছর ধরে ভাতার জন্য ঘুরতে হচ্ছে তাদের।কাজের কাজ কিছুই হচ্ছে না।
এতে হয়রানির শিকার বৃদ্ব বৃদ্বারা। বহু বৃদ্ব বৃদ্বার মৃত্যুর ঘন্টা দরজার কড়া নাড়ছে। কিন্তু আজও হতভাগ্যদের ভাগ্যে জুটেনি সরকারী বৃদ্ব ভাতা।গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আই সি ডি এস অফিস কর্তৃক বৃদ্ব বৃদ্বাদের সঙ্গে লাগাতর এই হয়রানির সমাধান চায় সাধারন মানুষ।