স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৭ জুলাই।।
ছাত্রীনিবাস নির্মানের জন্যে প্রশাসনিক তরফে চিহ্নিত হওয়া বামুটিয়া বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের বিস্তীর্ণ জায়গা পরিদর্শনে গেলেন শনিবারদিন,এলাকার বিধায়ক কৃষ্ণধন দাস।
বিধায়ক এদিন দুপুরে মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তকে সাথে নিয়ে বিদ্যালয়টির অধীনে থাকা পুরো জায়গাটি ঘুরে দেখলেন এবং আবাস নির্মানের বিষয়টি নিয়ে উনারা কথা বলেন স্থানীয় লোকজন সহ পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের সাথে।
বিধায়ক কৃস্নধন দাস জানান বামুটিয়ার অভিভাবক মহলের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অচিরেই শুরু হবে বিনোদিনী বিদ্যালয় প্রাঙ্গনে একশো আসন বিশিষ্ট এই আবাস নির্মানের কাজ।
বিধায়কের এদিন পরিদর্শন কালে সাথে ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চ্যায়ারমেন শীলা দাস ও পঃ ত্রিপুরা জিলা পরিসদ সদস্য সমরেশ বিশ্বাস।