অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিকের কথা নিশ্চয়ই ভুলে যাননি দর্শক। ধারাবাহিকের পর্দায় ছোট্ট ঝিলিকের মাকে খুঁজে পাওয়ার গল্প দর্শকের মন ভিজিয়ে দিয়েছিল।
তবে সেই ছোট্ট ঝিলিক এখন কিন্তু আর ছোটটি নেই। ছোট্ট সেই ঝিলিক অর্থাৎ তিথি বসু আজ অনেক বড় হয়ে গিয়েছেন। দর্শক এখনো তাকে ঝিলিক বলেই মনে রেখেছেন। আজও তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা কিছু কম নয়।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিথি বসু। প্রায় সময় নিজের বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করেন তিনি। অভিনয় ছাড়াও মডেলিংয়ের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।
তার সঙ্গে ক্রিকেটের প্রতিও তার আগ্রহ বেড়েছে। আসলে তার মনের মানুষ একজন ক্রিকেটার যে। মনের মানুষের সঙ্গে সোশ্যাল সাইটে বেশ কিছু ছবি আপলোড করেন তিথি বসু।
সম্প্রতি তিনি তার প্রেমিক দেবায়ুধ পালের সঙ্গে সোশ্যাল সাইটে একটি ছবি আপলোড করেছেন। দেবায়ুধের জন্মদিন উপলক্ষে ছবিটি শেয়ার করেছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি দেবায়ুধকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমি যা কিছু চাই, সবটাই তুমি। তুমি আমার প্রথম চাওয়া। আর তোমাকে দ্বিতীয় বিয়ে করা হলো আমার দ্বিতীয় চাওয়া।’ তিথির এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
তিথির প্রেমিক দেবায়ুধ পাল একজন ক্রিকেটার। ভবিষ্যতে তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে খেলতে চান। তিথিও তার মনের মানুষকে নীল জার্সিতে দেখার জন্যে উদগ্রীব।
ভালোবাসার মানুষটির জন্মদিনে তিথির এই বিশেষ আবেগঘন বার্তা নেটিজেনের মনেও প্রভাব ফেলেছে। লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টের নীচে।