স্টাফ রিপোর্টার, কৈলাসহর,১৭ জুলাই।।কৈলাসহরের সংখ্যালঘু এক মেয়ে Delhi AIIMS থেকে DM(Doctorate of Medicine) ডিগ্রী লাভ করে কৈলাশহর এর সুনাম অর্জন করেছেন। উনার নাম ডাঃ নাজনীন নাহার বেগম।
তিনি ২০১৩ সালে এজিএমসি থেকে স্বর্ণপদক সহ এমবিবিএস ডিগ্রী লাভ করেন। যখন ২০১৩ সালে নাজনীন নাহার বেগম স্বর্ণপদক লাভ করেছিলেন সেই সময় ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই প্রদকটি তার হাতে তুলে দেন।
তারপর তিনি এমডি ডিগ্রী লাভ করেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা মেডিকেল কলেজ থেকে। সম্প্রতি তিনি এইমস নিউ দেল্লী থেকে ডিএম ডিগ্রি লাভ করেছেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।. নার পিতার নাম আব্দুল কুদ্দুস তিনি গ্রামোন্নয়ন দতরে কমরত ছিলেন বর্তমানে অবসর গ্রহণ করেছেন।
এবং নাজনীন নাহার বেগমের মা বর্তমানে পূর্ত্ত দপ্তরে কর্মরত।বর্তমানে আগরতলা কুঞ্জ বনে থাকেন। ডক্টর নাজনীন নাহার বেগম এর এই সফলতার জন্য মা বাবা বোন আত্মীয় স্বজন সহ কৈলাসহর টিলা বাজার নানুর বাড়ীর আত্মীয় স্বজন আনন্দ উল্লাস করছেন। নাজনীন নাহার বেগম এই সফলতার জন্য রাজ্যের সাথে কৈলাশহর মহকুমায় খুশির জোয়ার বইছে.c
নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন কৈলাসহরের বিধায়ক মবসর আলী। শুভেচ্ছা জানিয়েছেন উনকোটি জেলার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন সম্প্রতি ডিএম ডিগ্রী অর্জনে গোটা কৈলাশহর এর সুনাম বৃদ্ধি হয়েছে। ডক্টর নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য উনার মাতা পিতা বোন সহ আত্মীয় স্বজন সবাই খুব আনন্দিত।