অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। করোনাভাইরাস চীনের গবেষণাগার থেকে ছড়িয়ে কি-না— এ নিয়ে নানান ধরনের তথ্য রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, করোনাভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের দ্বিতীয় পর্যায়ে চীনে আরও গবেষণা এবং ল্যাব ‘অডিট’ অন্তর্ভুক্ত করতে হবে।
সদস্য দেশগুলোর রুদ্ধদ্বার বৈঠকে ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসিস বলেন, তদন্তের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত ল্যাব ‘অডিট’।
২০১৯ সালের ডিসেম্বরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এলাকার সংশ্লিষ্ট ল্যাবরেটরি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো অবশ্যই ‘অডিট’ করতে হবে।
চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ কোটিরও বেশি মানুষ। মারা গেছে প্রায় ৪১ লাখ। ইতিমধ্যে সেরে উঠেছে ১৭ কোটির বেশি মানুষ।
উহান থেকে ছড়ানো ভাইরাস বিভিন্ন দেশে মিউটেশনের মাধ্যমে বার বার পরিবর্তিত হয়েছে। বর্তমানে প্রভাব বিস্তার করছে করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’।