Congratulations : নামমাত্র পরিকাঠামোতে প্রসূতি মায়ের তিন সন্তান প্রসব করালেন তরুণ চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ

স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৭ জুলাই।। এক সাথে তিন সন্তানের জন্ম দিলেন মা। বর্তমানে মা সহ দুই পুত্র ও এক কন্যা সন্তান সুস্থ রয়েছেন। প্রশংসা কুড়িয়েছেন স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক। ঘটনা কদমতলা ব্লকাধীন বাঘন এলাকায়।

প্রাপ্ত খবরে জানা যায়, উত্তর জেলার কদমতলা ব্লকাধীন বাঘন গ্রামের ছালিক উদ্দিনের বছর সাতাশের স্ত্রী নাজমা বেগম অন্তঃসত্ত্বা অবস্হায় প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন।এমতাবস্থায় তার স্বামী বাড়িতে না থাকায় তার আত্মীয় পরিজনরা গতকাল রাত ২ টা ৪৫ মিনিটে চুরাইবাড়ি স্থিত শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

তখন প্রায় প্রসব যন্ত্রণার অন্তিম সময়। শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ ছিলেন কর্তব্যরত অবস্থায়। তখন স্বল্প পরিকাঠামো ও স্বল্প চিকিৎসাকর্মী থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস, মনোবল ও উনার বিদ্যা ও অভিজ্ঞতার সুকৌশলে ২ টা ৫৫ মিনিটে প্রথম পুত্র সন্তান জন্ম হয়। তারপর ৩ টা ১২মিনিটে কন্যা সন্তান এবং ৩ টা ২২ মিনিটে অপর আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়।

যেহেতু শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সুতরাং আধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো না থাকায় জেলা হাসপাতালে সম্পূর্ণ সুস্থ অবস্থায় মা ও তিন শিশু নবজাতকে স্থানান্তরিত করেন। এদিকে কম বয়সী অভিজ্ঞ চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ জানান, গর্ভবতী মহিলাকে যখন তার আত্মীয় পরিজনরা শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসেন তখন তাদের কাছে কোন ধরনের টেস্টের রিপোর্ট ছিল না।

অন্তিম সময় দেখে তিনি ও তার বাকি তিনজন স্বাস্থ্যকর্মীকে নিয়ে স্বাভাবিক ভাবেই তিন তিনটে ফুটফুটে শিশুর জন্ম দেন। যদিও উনার চিকিৎসকের কর্মজীবনে তিনটি শিশুর এক সাথে জন্ম হতে উনি দেখেননি। জন্মের পর তিনটি শিশু স্বাভাবিকভাবে কান্নাকাটি করছিল।

তবে একটি সুস্থ স্বাভাবিক শিশুর জন্মের পর আড়াই কেজি ওজন হতে হয়। কিন্তু এই তিনটি শিশুর ওজন এক কেজি করে ছিলো। উন্নত চিকিৎসা ও আইসিইউ তে রাখলে তিনটি শিশুর বাঁচার সম্ভাবনা রয়েছে। তাই তিনি ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। সংবাদ লেখা পর্যন্ত মা ও নবজাতক শিশু তিনটি সুস্থ রয়েছে।

অপরদিকে বয়সে নবীন চিকিৎসকের এমন একাগ্রতা, সুকৌশল ও অভিজ্ঞতায় গোটা উত্তর জেলা জুড়ে সাধারণ জনগণের প্রশংসা কুড়িয়েছেন চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?