AstraZeneca : অ্যাস্ট্রাজেনেকার কভিড ভ্যাকসিন নিলে বিদেশিদের নিজেদের দেশে প্রবেশের অনুমতি দেবে ফ্রান্স

অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। ভারতের ভ্যাকসিন প্রস্ততকারক প্রতিষ্ঠান সেরামে তৈরি হওয়া অ্যাস্ট্রাজেনেকার কভিড ভ্যাকসিন নিলে বিদেশিদের নিজেদের দেশে প্রবেশের অনুমতি দেবে ফ্রান্স।সংবাদ সংস্থা এপি জানিয়েছে, শনিবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে সীমান্ত কড়াকড়ি করার কথাও জানানো হয়েছে।

সেরামের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হয় ইউরোপীয় ইউনিয়নের একটি ঘোষণার পর। বলা হয় ইউরোপে তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিতে হবে এই অঞ্চলের কোনো দেশে ঢুকতে চাইলে।এবার ফ্রান্সের এই ঘোষণার পর ভারত যেমন স্বস্তি প্রকাশ করছে, তেমনি বাংলাদেশসহ অনেক দেশ যারা সেরাম থেকে ভ্যাকসিন কিনেছে তারাও নির্ভার হতে পারবে।

ফ্রান্স সেরামের ভ্যাকসিন নেয়া মানুষদের গ্রহণ করলেও চীন কিংবা রাশিয়ার ভ্যাকসিন মেনে নিচ্ছে না।দেশটি বলছে, অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়ে তাদের দেশে প্রবেশ করতে হবে।

ফ্রান্স সরকার বিবৃতিতে বলেছে, ‘যারা ফাইজার বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসনের দুই ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য করোনা টেস্টের প্রয়োজন হবে না। কোনো ধরনের টেস্ট ছাড়াই তারা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে ভ্রমণকারীদের সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?