স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৭ জুলাই।।কুমারঘাটে শনিবার মাদক কারকারি সন্দেহে তিনজনকে আটক করলো কুমারঘাট থানার পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার কুমারঘাটের হাসপাতাল রোড এলাকার একটি বাড়ীতে তল্লাশি চালায় কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক এবং থানা আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী।পুলিশের কাছে খবর ছিলো ঐ বাড়ীতে ড্রাগসের ব্যাবসা রমরমিয়ে চলছে।
সেই খবরের ভিত্তিতেই ঐ বাড়ীতে এদিন অভিযান চালায় পুলিশ।ঘটনায় বাড়ী থেকে বেশ কিছু ড্রাগসের খালি কৌটো এবং ড্রাগস নেয়ার কাজে ব্যাবহৃত সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ীতে কিভাবে ড্রাগসের কৌটো এবং সিরিঞ্জ এলো এনিয়ে তদন্ত চালাতে বাড়ী থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কুমারঘাট শহর এলাকায় সম্প্রতি যেভাবে মাদকের রমরমা চলছে তাতে উদ্বিগ্ন এলাকার অবিভাবক মহল।