অনলাইন ডেস্ক, ১৬ জুলাই৷৷ হ্যারিসন ফোর্ডের ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের পঞ্চম কিস্তিতে অন্যতম চমক হতে যাচ্ছেন আন্তোনিও বান্দেরাস। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছেন ভ্যারাইটি ডটকম। ছবিতে আরও অভিনয় করছেন ফোবি ওয়ালার-ব্রিজ, ম্যাডস মিকেলসন, বয়েড হলব্রুকসহ অনেকে।
জুন লন্ডনের পাইনউড স্টুডিওতে ‘ইন্ডিয়ানা জোনস ৫’-এর শুটিং শুরু হয়েছে। এটি ডিজনির ব্যানারে এ সিরিজে প্রথম ছবি হতে যাচ্ছে। যা মুক্তি পাবে ২০২২ সালের ২৯ জুলাই।
‘ইন্ডিয়ানা জোনস ৫’ পরিচালনা করছেন জেমস ম্যানগোল্ড, এর আগে ‘লোগান’ ও ‘ফোর্ড ভার্সেস ফেরারি’র মতো ছবি নির্মাণ করেছেন তিনি।
আগের চার কিস্তির পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবার শুধু প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছবির গল্পে স্প্যানিশ তারকা বান্দেরাসের ভূমিকা কী হবে তা জানা যায়নি।
আন্তোনিও বান্দেরাস ‘দ্য মাস্ক অব জরো’র মতো হিট ছবির জন্য বেশি পরিচিত। ২০১৯ সালে ‘পেইন অ্যান্ড গ্লোরি’র জন্য অস্কার মনোনয়ন পান তিনি। সম্প্রতি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য হিটম্যানস ওয়াইফস বডিগার্ড’-এ। সঙ্গে ছিলেন রায়ান রেনল্ডস, স্যামুয়েল এল জ্যাকসন ও সালমা হায়েক।
এ ছাড়া পাইপ লাইনে আছে ‘পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ’ ও ‘আনচার্টেড’।
২০০৮ সালে চতুর্থ কিস্তি মুক্তির পর একাধিকবার নতুন ‘ইন্ডিয়ানা জোনস’-এর গুঞ্জন শোনা যায়। অবশেষে শেষ ছবির ১৫ বছর পর দর্শকের সামনে হাজির হবে আইকনিক এ চরিত্র।
১৯৮১ সালের ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ ছবির মাধ্যমে প্রত্নতাত্ত্বিক ও অভিযাত্রী চরিত্র ইন্ডিয়ানা জোনসের অভিষেক হয় হলিউডে। ছবিটি এএফআই-এর সর্বকালের সেরা ১০০ আমেরিকান সিনেমার অন্যতম। পরে ১৯৮৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ ও ১৯৮৯ সালে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’।
সর্বশেষ ছবি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ পর্দায় আসে ২০০৮ সালে। এই চারটি ছবি সারা বিশ্বে আয় করেছে ২০০ কোটি ডলারেরও বেশি।
মাঝে শোনা যায়, ইন্ডিয়ানা জোনস চরিত্রে হ্যারিসন ফোর্ডের বদলে আসছেন ক্রিস প্র্যাট। এমন গুজব শুনে কড়া বার্তা দেন বর্ষীয়ান তারকা। জানান, তাকে বাদ দিয়ে ‘ইন্ডিয়ানা জোনস’ হবে না।