Electricity Modernization : সরকার বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণে কাজ করছে, জানালেন উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৬ জুলাই।। উত্তর- পূর্বাঞ্চল বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে জিরানীয়া ১৩২ কেভি সাব-স্টেশনের ক্ষমতা বর্ধিত করা হয়েছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪টি ট্রান্সফরমার আনুষ্ঠানিকভাবে চালু করে সাব-স্টেশনটির ক্ষমতা বৃদ্ধির সূচনা করেন।

ফলক উন্মোচন করার পর তিনি নতুন বিদ্যুৎ সাব-স্টেশনটি ঘুরে দেখেন। উল্লেখ্য, ভারত সরকার এবং বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের প্রকল্পের অধীনে ২১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম জিরানীয়ার ১৩২ কেভি সাব-স্টেশনের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এতে ৪টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো হয়েছে।

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুতের মাশুল বৃদ্ধি না করেও বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকীকরণ করছে। নানা সংস্থা থেকে অর্থের ব্যবস্থা করে জনগণের উপর চাপ সৃষ্টি না করে বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকীকরণ, সাব-স্টেশনগুলিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই অতিমারীর মধ্যে সরকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন, জান হে তো জাহান হে। তাই মানুষের জীবন রক্ষাই এখন মূল লক্ষ্য। উপমুখ্যমন্ত্রী বলেন, সাব-স্টেশনগুলির এমনভাবে উন্নয়ন ও শক্তি বৃদ্ধি করা হচ্ছে যাতে অন্তত ১৫ থেকে ২০ বছর এগুলি ঠিকঠাক কাজ করে।

তিনি বলেন, এই সাব-স্টেশনটির শক্তি বৃদ্ধির ফলে জিরানীয়া, মোহনপুর, খয়েরপুর, পুরাতন আগরতলা, মান্দাই, চম্পকনগর, মাধববাড়ি, বেলবাড়ি, এন আই টি, রানীরবাজার, এস এন কলোনী, খুমলুঙ এলাকার ৫০,৫৬৮জন গ্রাহক উপকৃত হবেন। অনুষ্ঠানে তাছাড়া বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী এবং বিধায়ক সুশান্ত চৌধুরী।

বিধায়কগণ এলাকায় এই সাব-স্টেশনের শক্তি বৃদ্ধির ফলে জনগণ লাভবান হবেন বলে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন টি এস ই সি এল-এর ম্যানেজিং ডিরেক্টর এম এস কেলে। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্যে।

ধন্যবাদসূচক বক্তব্য রাখেন টি এস ই সি এল-এর অধিকর্তা (টেকনিক্যাল) দেবাশিষ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?