স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুলাই।। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে শুক্রবার রাজধানীর মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় রক্তদান শিবির সংগঠিত করা হয়।
শুক্রবার মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
এদিন কোভিড পরিস্থিতিতে যাবতীয় বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এদিন শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যে রক্তদানের প্রবণতা অনেকটাই কমে গেছে।
ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সহ অন্যান্যরা করোণা পরিস্থিতিতে রক্ত দিতে তেমন উল্লেখযোগ্য সংখ্যায় এগিয়ে আসছেন না। ফলে রাজ্যের সবকটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্ত সংকটের কারণে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই ত্রিপুরা স্কুল কম্পিউটার সংঘ তুলসীবতী বালিকা বিদ্যালয় শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করে। উদ্যোক্তারা জানিয়েছেন ভবিষ্যতেও তাদের এ ধরনের সামাজিক কাজকর্ম অব্যাহত থাকবে।