অনলাইন ডেস্ক, ১৬ জুলাই।। সম্প্রতি ১৫ বছরের বিবাহ জীবনের ইতি ঘোষণা করেন আমির খান এবং কিরণ রাও। তবে বারবার জানিয়েছেন ছেলের পরিচর্চা হোক বা বিভিন্ন ফিল্মের প্রজেক্ট— একসঙ্গে কাজ করবেন তাঁরা। এমনই এক কাজের সূত্রে ফের একসঙ্গে তালের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল তাঁদের।
বর্তমানে আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য এক সঙ্গে তাঁরা লাদাখে রয়েছেন। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সংগীতের সঙ্গে তাঁদের একসঙ্গে পা মেলাতে দেখা যায়। তাঁদের পরনে ছিল স্থানীয় পোশাক। এদিনের এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে।
আমির-কিরণের বিচ্ছেদ ঘোষণার বিবৃতিতে তাঁর জানান, তাঁরা বেশ কয়েকটি প্রকল্পে এক সঙ্গে কাজ চালিয়ে যাবেন এবং ‘লাল সিংহ চাড্ডা’ সেগুলির মধ্যে অন্যতম। ছবিটি আমির খান ও কিরণ রাও প্রযোজনা করেছেন। আমির বারবার তাঁর প্রোডাকশনের এই সিনেমাটাকে তাঁর ড্রিম প্রজেক্ট হিসেবে বলে এসেছেন।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে, আমির ও কিরণকে লাদেখের স্থানীয়দের সঙ্গে নাচতে দেখা যায়, যা একটি সাংস্কৃতিক ঐক্যতার ইঙ্গিত বলে মনে করা হয়েছে। লাদাখি সাংস্কৃতির বিভিন্ন দিকগুলি মধ্যে আমির ও কিরণ নিজেদের সেরা সময় কাটাচ্ছেন বলেও জানান তাঁরা।
লাদেখের ওয়াখা নামে একটি গ্রামে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশ চিত্রায়ণ করা হয়। সেখানেই আমির এবং কিরণকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নাচ গান করতে দেখা যায় ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে। ভিডিওতে আমির খান এবং কিরণ রাওকে প্রথাগত লাদাখি পোশাকে দেখা যায়।