অনলাইন ডেস্ক, ১৫ জুলাই।। ঘরে-বাইরে সমালোচনা তো আছেই, এখন স্বাস্থ্যগত কারণে বিপত্তিতে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি তুলছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, এ রোগ সারাতে ছুরি-কাঁচির নিচে যেতে হতে পারে।
সংবাদমাধ্যম জানায়, বুধবার তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় দেশের একটি সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় সাও পাওলোর অন্য একটি হাসপাতালে। চিকিৎসকের নির্দেশেই এ কাজ করা হয়েছে বলে বলসোনারোর মুখপাত্র জানিয়েছেন।
বলা হয়েছে, গত ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠছে প্রেসিডেন্টের। দাঁতের একটি চিকিৎসার পরেই তার এই সমস্যা শুরু হয়।পরীক্ষা করে চিকিৎসকদের ধারণা, তার পাকস্থলীতে একটি ব্লক আছে। তার থেকেই এই ঘটনা ঘটছে। প্রয়োজনে অপারেশন করা হতে পারে।
২০১৮ সালে একটি অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলের এক সমর্থক বলসোনারোকে ছুরি দিয়ে আঘাত করেছিল। যে চিকিৎসক তখন তার চিকিৎসা করেছিলেন, তিনিই এখন দেখছেন। ওই ছুরিকাঘাতের পর বলসোনারোর একাধিক পেটের সমস্যা হয়েছে। একাধিকবার চিকিৎসাও করাতে হয়েছে। সাম্প্রতিক সমস্যাও ওই ঘটনার জন্য বলে মনে করা হচ্ছে।
বলসোনারো নিজেও টুইট করেছেন। সেখানে ২০১৮ সালের ঘটনার কথা উল্লেখ করে বিরোধী বামশক্তিকে এক হাত নিয়েছেন। তার বক্তব্য, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারেনি বলেই বামপন্থিরা তাকে আঘাত করার চেষ্টা করেছিল। যার ফল এখনো ভুগতে হচ্ছে তাকে।গত কয়েকদিনে বার বারই হেঁচকি তুলতে দেখা গেছে বলসোনারোকে। সম্প্রতি এক সভায় কথা বলার সময় বার বার হেঁচকি ওঠে তার। তার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।