Water Connection : অটল জলধারা মিশনে হেজামারা ব্লকের জনপদগুলিতে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ

।। রোমেল চাকমা ।। বৈকুন্ঠপুর ও বড়গাথা সদর উত্তরের জনজাতি অধ্যুষিত দুটি জনপদ। পরিশ্রুত পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সঙ্গী ছিলো এই দুটি জনপদের। ২০১৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজ্যের প্রতিটি বাড়িতে ২০২২ সালের মধ্যে পানীয় জলের সুযোগ পৌঁছে দিতে এক পরিকল্পনা গ্রহণ করে।

২০১৮ সালের ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই পরিকল্পনা বাস্তবায়িত করতে অটল জলধারা মিশনের ঘোষণা দেন। এই মিশনের মূল লক্ষ্য রাজ্যের গ্রাম ও নগরের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া৷

সরকারের ঘোষিত এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর রাজ্যের গ্রাম ও নগরে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিচ্ছে। সরকারের এই পরিকল্পনার সুফল পৌঁছে গেছে হেজামারা ব্লকের বৈকুণ্ঠপুর ও বড়গাথা এডিসি ভিলেজেও।বৈকুণ্ঠপুর এডিসি ভিলেজের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দেববর্মা অটল জলধারা মিশনে নিজের বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পেয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি জানালেন, পরিশ্রুত পানীয় জলের সংযোগ পেয়ে শুধু আমি নই বৈকুণ্ঠপুর ভিলেজের আরও অনেকেই খুশি। এখন জলের জন্য দূরের ছড়ার জলের উপর আর নির্ভর করতে হয় না আমাদের। এখন আমার বাড়ির প্রাঙ্গণেই অটল জলধারা মিশনের পরিশ্রুত পানীয় জলের টেপ রয়েছে।

সুরেন্দ্রনগর ভিলেজের বড়গাথা গ্রামের অভিজিৎ দেববর্মাও একই অভিব্যক্তি প্রকাশ করলেন। তিনি জানালেন, আগে আমার মাকে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ছড়া থেকে জল আনতে হতো। পানীয় জলের জন্য এটাই ছিলো আমাদের অন্যতম ভরসা। এখন এই সমস্যা দূর হয়েছে।

আমাদের ভিলেজের অনেক বাড়িতেই এখন অটল জলধারা মিশনে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। অটল জলধারা মিশনে সুরেন্দ্রনগর এডিসি ভিলেজের হরিশ দেববর্মা, সন্তোষ দেববর্মা ও মলয় দেববর্মারাও আজ খুশি নিজের বাড়িতে পানীয় জলের সংযোগ পেয়ে।

রাজ্যের প্রান্তিক গ্রাম থেকে শুরু করে নগর ও শহরের প্রতিটি জনপদের বাড়িতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে সরকার যে পরিকল্পনা নিয়েছে তার সুফল পাচ্ছেন রাজ্যের জনগণ।

পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর রাজ্যের গ্রামীণ ও শহর এলাকাগুলিতে অটল জলধারা মিশন এবং জল জীবন মিশনে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিচ্ছে। বিশেষ করে অটল জলধারা মিশনে উপকৃত হচ্ছেন গ্রামীণ এলাকার জনজাতি পরিবারগুলি।’ হর ঘর জল’ এই লক্ষ্য নিয়ে ২০১৯ সালের আগস্ট মাসে জল জীবন মিশনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই প্রকল্পের উদ্দেশ্যই ছিলো ২০১৪ সালের মধ্যে দেশের সমস্ত গ্রামীণ এলাকার প্রত্যেকটি পরিবারে পরিশ্রুত পানীয় জলের সংযোগ ঘটানো৷ বর্তমানে সারা রাজ্যে অটল জলধারা মিশন এবং জল জীবন মিশন উভয় প্রকল্পেই বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

অটল জলধারা মিশনে এখন পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ২ লক্ষ ১৮ হাজার ৮৪৬টি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া এই মিশনে নগর এলাকায় ৮ হাজার ৬১২টি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?