স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৪ জুলাই।। করোনা ভাইরাস মোকাবিলায় সরকার যতই কঠোর হোক না কেন, যতই সচেতনতামূলক প্রচার করুন না কেন, কৈলাসহরের জনগণ তাতে সাড়া দিচ্ছে না৷ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে৷
বাজারহাট সবই করছে মাস্ক ব্যবহার ছাড়াই৷ কৈলাসহরের ষাট শতাংশ মানুষই মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছে৷ বিশেষ করে উত্তরাঞ্চলের জনগণ তো মাস্ক ব্যবহার করছেই না৷ যারা করছে তাদের থুতনির নিচে ঝুলে আছে মাস্ক৷ প্রশাসন বলতে কিছুই নেই৷
প্রশাসন কোথায়? দিনের পর দিন এই পরিস্থিতি চললেও কেউ কিছু বলছে না তাদের৷ করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ অথচ কিছু মানুষ অসচেতনভাবে চলাফেরা করছে৷
বিশেষ করে বাবুরবাজার, টিলাবাজার, রাঙাউটি বাজার ইত্যাদি এলাকার মানুষ ও শহরের কিছু মানুষ মাস্ক ছাড়াই হাট, বাজার করছে৷ অথচ কৈলাসহরে করোনা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে৷
প্রশাসন মাঝেমধ্যে কিছু কঠোর ভূমিকা নিলেও এখন হাল ছেড়ে দিয়েছে৷ কোথায় প্রশাসন৷ মাস্কবিহীন অবস্থায় বের হলে ফাইনের ভয় দেখালেও মানুষ ভয় পাচ্ছে না৷