Unconscious People : কৈলাসহরের অসচেতন মানুষ মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছে

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৪ জুলাই।। করোনা ভাইরাস মোকাবিলায় সরকার যতই কঠোর হোক না কেন, যতই সচেতনতামূলক প্রচার করুন না কেন, কৈলাসহরের জনগণ তাতে সাড়া দিচ্ছে না৷ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে৷

বাজারহাট সবই করছে মাস্ক ব্যবহার ছাড়াই৷ কৈলাসহরের ষাট শতাংশ মানুষই মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছে৷ বিশেষ করে উত্তরাঞ্চলের জনগণ তো মাস্ক ব্যবহার করছেই না৷ যারা করছে তাদের থুতনির নিচে ঝুলে আছে মাস্ক৷ প্রশাসন বলতে কিছুই নেই৷

প্রশাসন কোথায়? দিনের পর দিন এই পরিস্থিতি চললেও কেউ কিছু বলছে না তাদের৷ করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ অথচ কিছু মানুষ অসচেতনভাবে চলাফেরা করছে৷

বিশেষ করে বাবুরবাজার, টিলাবাজার, রাঙাউটি বাজার ইত্যাদি এলাকার মানুষ ও শহরের কিছু মানুষ মাস্ক ছাড়াই হাট, বাজার করছে৷ অথচ কৈলাসহরে করোনা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে৷

প্রশাসন মাঝেমধ্যে কিছু কঠোর ভূমিকা নিলেও এখন হাল ছেড়ে দিয়েছে৷ কোথায় প্রশাসন৷ মাস্কবিহীন অবস্থায় বের হলে ফাইনের ভয় দেখালেও মানুষ ভয় পাচ্ছে না৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?