অনলাইন ডেস্ক, ১৫ জুলাই।। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে অনিশ্চিত কুশল পেরেরা। কাঁধে চোট পেয়েছেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। খবরটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম আইল্যান্ড ক্রিকেট।ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পান পেরেরা। তবুও দলের প্রয়োজনে খেলে যেতে হয় তাকে। স্কোয়াডে তার যথাযথ বিকল্প ছিল না।
টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে বুধবার অনুশীলন করেননি ৩০ বছর বয়সী তারকা। তার চোট পর্যবেক্ষণ করছেন মেডিকেল কর্মকর্তারা।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে যদি পেরেরাকে পাওয়া না যায়, তবে ব্যাটিংয়ে আরও ভুগতে হতে পারে লঙ্কানদের। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে কেবল ধনাঞ্জয়া ছাড়া আর কেউ নেই তাদের স্কোয়াডে।
বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন পেরেরা। দুই সিরিজেই হেরেছে তারা। তার পরিবর্তে ভারতের বিপক্ষে সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।এদিকে, কোয়ারেন্টিন অধ্যায় শেষে বুধবার শ্রীলঙ্কান দলে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার ও বোলিং কোচ চামিন্দা ভাস।