Kharchi Greetings : খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা রাজ্যবাসীকে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুলাই।। রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য খার্চি উৎসব উপলক্ষে ত্রিপুরাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, চৌদ্দ দেবতার উৎসব ‘খার্চি’ হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরী সম্প্রদায়ের বংশ পরম্পরায় পূজিত দেবদেবীর উৎসব৷ খার্চি পূজার সময় চৌদ্দ দেবতার মন্দিরে এক সপ্তাহ ধরে পূজা অর্চনা চলে। প্রতি বছর জুলাই মাসের অষ্টমীতে এই পূজা শুরু হয়।

কোভিড- ১৯ অতিমারীর কারণে রাজ্যপাল সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থনা জানাতে ও উৎসব উদযাপনের আবেদন করেছেন। এই উপলক্ষে তিনি আগামী দিনগুলিতে ত্রিপুরাবাসীর জন্য সুখী ও সমৃদ্ধিপূর্ণ জীবনকামনা করেছেন।

এদিকে, খার্চি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘খার্চি মহামিলনের উৎসব।

আমাদের রাজ্যের নিজস্ব ঐতিহ্য ও পরম্পরাগত এই উৎসব উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। জনজাতি সম্প্রদায়ের জনগণের নিজস্ব উৎসব হলেও এখন এই উৎসব সকল অংশের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

কোভিড পরিস্থিতিজনিত কারণে গতবছরের মতো এবছর আমাদেরকে উৎসবের সার্বজনীনতা থেকে দূরে থাকতে হচ্ছে নিজেদের এবং সকলকে সুস্থ থাকার স্বার্থে।

চতুর্দশ দেবতার আশীর্বাদ রাজ্যবাসীর উপর বর্ষিত হোক। আগামী দিনে সুস্থ, রোগমুক্ত ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে চতুর্দশ দেবতার আশীর্বাদকে পাথেয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?