Governor’s Oath : ত্রিপুরার ১৯ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সত্যদেব নারায়ণ আর্য

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জুলাই।। ত্রিপুরার ১৯ তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সত্যদেব নারায়ণ আর্য। নবনিযুক্ত রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ কুরেশি। পুরনো রাজভবনের দরবার হলে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহণের পর ত্রিপুরা পুলিশের আরক্ষা বাহিনীর তরফে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। শপথ গ্রহণ কর্মসূচির পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, ত্রিপুরার বিগত রাজ্যপালদের মত বর্তমান রাজ্যপালও রাজ্যের উন্নয়নে স্বচেষ্ট হবেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজে মানুষের স্বপ্ন, উন্নত এবং সুন্দর রাজ্য হিসেবে ত্রিপুরাকে রূপান্তরিত করা। করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের যুবরা বসে না থেকে স্টার্ট আপ এর মত কর্মসূচিতে নিজেদের যুক্ত করছেন। এই যুবরাই নিজেরা সরোজগারী হয়ে রাজ্যকে নিজের পায়ে দাঁড় করানোর প্রচেষ্টা করছে। তা রাজ্যের জন্য সৌভাগ্যের বিষয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস।

বিধানসভার সরকারপক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, মুখ্য সচিব কুমার অলক, রাজ্য পুলিশ মহানির্দেশক ভি এস যাদব সহ রাজ্যের পদস্থ আধিকারিকগণ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?