স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জুলাই।। এই প্রথমবার ত্রিপুরা থেকে জার্মানিতে কাঁঠাল ও লেবু রপ্তানি করা হয়েছে৷ রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কৃষকদের সশক্তিকরণে নিরলসভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷
রাজ্য উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া জানান, রাজ্যে এখন পর্যন্ত চারটি কনসাইনমেন্ট বিদেশ গেছে৷ প্রথম কনসাইনমেন্ট পাঠানো হয়েছিল ইউকে-তে, দ্বিতীয় কনসাইনমেন্ট সৌদি আরবে, তৃতীয় কনসাইমেন্ট আবার ইউকে-তে এবং চতুর্থ কনসাইনমেন্ট যাবে জার্মান৷
গুয়াহাটির একটি সংস্থা রাজ্যের কৃষকদের কাছ থেকে কাঁঠাল ও লেবু ক্রয় করেছে বলে তিনি জানান৷
রাজ্যের ফার্মার্স প্রোডিউসার সংস্থা বিভিন্ন জায়গায় ঘুরে রাজ্য উদ্যান দফতরের সহযোগিতায় কাঁঠাল সংগ্রহ করছে বলে অধিকর্তা জানিয়েছেন৷
বক্সনগর, ধলাই ও কুমারঘাট থেকে কাঁঠাল সংগ্রহ করা হয়েছে৷ অন্যদিকে বিলাসছড়া থেকে রাজ্যের গন্ধরাজ ও আসাম লেবু গেছে জার্মানে৷
শুধু বিদেশ নয়, রাজ্যের উৎপাদিত আনারস, লেবু, কাঁঠাল অন্যান্য রাজ্যে, ভুবনেশ্বর, কলকাতা, দিল্লি পাঠানো হচ্ছে বলে তিনি জানান৷ কৃষকদের ফসল এখন আর অবিক্রিত থাকবে না৷ তারা সঠিক দাম পাবে বলে অধিকর্তা জানান৷