স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জুলাই।। ত্রিপুরার গ্র্যান্ট ইন এইড বিদ্যালয় ও মাদ্রাসার কর্মচারীদের পক্ষ থেকে বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে’র কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷
৫ দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়৷ একই সাথে পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহাকে সংবর্ধনা জানানো হয় এই দিন৷
ত্রিপুরার গ্র্যান্ট ইন এইড বিদ্যালয় ও মাদ্রাসার কর্মচারীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে ৫ দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি তুলে দেওয়া হয় পর্ষদ সচিব দুলাল দে’র হাতে৷
প্রতিনিধি দলের তরফে জানানো হয় ত্রিপুরা বোর্ডের গভর্নিং বডিতে ১ জন বাংলাদেশি রয়েছে৷ তার নাম টিপু সাহা৷
কিন্তু মহাত্মা গান্ধি স্কুলে টিপু সাহা’র টাকা কেউ গ্রহণ করছে না৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য পর্ষদের সম্পাদকের কাছে দাবি জানানো হয়েছে বরে জানানো হয়৷