Deadbody Recovered : নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার, সিআইডি তদন্তের দাবী পরিবারের

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৪ জুলাই।। বছর ১০-এর কিশোর অমৃত দাসকে রথযাত্রার দিনে অপহরণ করা হয়৷ অমৃত নিখোঁজের তিনদিন পর পাওয়া যায় তার মৃতদেহ৷ তাকে হত্যা করে নিজ বাড়ির পাশে শুকনাছড়া নামক একটি ছড়াতে রেখে দেয় অপহরণকারী অভিযুক্তরা৷

এমনটাই অভিযোগ উঠেছে জনমনে৷ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটিকে এমনভাবে সাজানো হয়েছে যা চিন্তা ভাবনার বাইরে৷ সে স্কুল পড়ুয়া ছাত্র, বয়স ১০৷ তাকে কেনই বা এমনভাবে হত্যা করা হয়েছে, আর সে কোন রাজনৈতিক নেতা নয় কিংবা নেশা মাফিয়াও নয়৷ তবে তাকে কি কারণবশত এভাবে হত্যা করা হয়েছে৷ তার আসল রহস্য বের করতে অমৃতের বাবা লিটন দাস ও স্থানীয় মানুষেরা অভিযোগ তোলেন৷

আজ সকাল ৯ টায় অমৃতের মৃত্যুর খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ আধিকারিকেরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আসেন৷ পরিবার পক্ষ ও স্থানীয় মানুষেরা এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি মেনে নিতে না পেরে আসল রহস্য বের করতে সিআইডি’র দ্বারা তদন্তের দাবি করেন তারা৷ পরে উত্তর ত্রিপুরা জেলার মহকুমা পুলিশ প্রশাসনের তৎপরতায় ডগ স্কোয়াড টিমকে আনা হয় ঘটনাস্থলে৷

মৃতদেহটি দুর্গন্ধ হয়ে যাওয়ার কারণে ও ছড়ার জলের সাথে স্পর্শ থাকার জন্য ডগ-এর দ্বারা কোন সন্ধান পাওয়া যায়নি৷ তবে ঘটনাস্থল থেকে ডগ স্কোয়াড টিমের আধিকারিকেরা কিছু এভিডেন্স নিয়ে যায়৷ পুলিশ প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন ময়না তদন্তের পরই জানা যাবে অমৃতের মৃত্যু কিভাবে হয়েছে৷ এই ঘটনা এখনেই থেমে নেই৷

অমৃতের মৃত্যুর খবর পেয়ে আজ গোটা কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ঘটনাস্থলে দুই শতাধিক-এর অধিক বেশি মানুষের জমায়েত করে অমৃতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আসল অপরাধীকে সিআইডি’র দ্বারা চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনকি স্থানীয় মানুষেরা ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে ময়না তদন্তের জন্য রাজি হয়৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহটি৷ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?