অনলাইন ডেস্ক, ১৫ জুলাই।। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ২০২১ সংস্করণ ২৬ আগস্ট শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) নিশ্চিত করেছে, ৩৩ ম্যাচের এই আসরের প্রতিটি ম্যাচ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে।
গত মাসে সিডব্লিউআই ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিপিএলের সূচি পেছানোর ব্যাপারে এক চুক্তিতে পৌঁছে। করোনার কারণে স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর সূচির সঙ্গে সিপিএলের সম্ভাব্য সূচি যাতে সাংঘর্ষিক না হয়, সে ব্যাপারে এই আলোচনা।আইপিএলের স্থগিত থাকা ম্যাচগুলো শুরু হবে সেপ্টেম্বরে। এদিকে তার আগে সিপিএল শুরু হওয়ায় আইপিএলও ক্যারিবীয় ক্রিকেটারদের পাবে।
প্রথমদিকে সিপিএল হওয়ার কথা ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর। তবে সিডব্লিউআই ও সিপিএল কর্তৃপক্ষের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনার পর সূচি পেছানো হয়। যার ফলে সেপ্টেম্বর-অক্টোবরে ফের মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের স্থগিত থাকা ম্যাচগুলো।সিপিএলের আসন্ন আসরে দিনে দুটি করে ম্যাচ হবে। ত্রিনবাগো বনাম গায়ানাকে নিয়ে উদ্বোধনী ম্যাচ হবে সকাল ১০টায়। একইদিন সন্ধ্যায় মাঠে মুখোমুখি হবে বার্বাডোস ট্রাইডেন্টস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
বিরতি রয়েছে ৩০ আগস্ট এবং ৩, ৬ ও ১০ সেপ্টেম্বর। ১১ ও ১২ সেপ্টেম্বর রয়েছে তিনটি করে ম্যাচ। এ দুই দিনে ৬ ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা।মাত্র তিন সপ্তাহে শেষ হবে এবারের আসর। পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দলকে নিয়ে ১৪ সেপ্টেম্বর হবে দুই সেমিফাইনাল ম্যাচ। এ দুই ম্যাচের জয়ী দল ১৫ সেপ্টেম্বর শিরোপার লক্ষ্যে মাঠে নামবে।