Corona Package : করোনা প্যাকেজ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তুতি পর্যালোচনা করল স্বাস্থ্য মন্ত্রক

অনলাইন ডেস্ক, ১৫ জুলাই।। ভারত কোভিড-১৯ জরুরি মোকাবিলা এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুতি প্যাকেজ : দ্বিতীয় পর্ব ‘এর আওতায় সম্প্রতি ২৩,১২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বরাদ্দকৃত অর্থ কি ভাবে খরচ করা হবে ,সে বিষয়ে প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ এক পর্যালোচনা বৈঠকে বসে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। গত ৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২১-২২ অর্থ বর্ষের জন্য ২৩,১২৩ কোটি মঞ্জুর করা হয়। চলতি বছরের পয়লা জুলাই থেকে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে এই অর্থ খরচ করা হবে। এই আর্থিক প্যাকেজে শিশুদের যত্ন সহ স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক রোগ প্রতিরোধ, শনাক্তকরণ এবং তাৎক্ষনিক রোগ মোকাবিলার জন্য স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতির বিষয় ত্বরান্বিত করা হবে। প্রতিটি গ্রামীণ, আধা শহর ও উপজাতি অঞ্চলে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পরিকাঠামোর উন্নতি সাধন করা হবে। এ দিনের পর্যালোচনা বৈঠকে, রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নীতি ও নির্দেশিকা সম্পর্কে আলোচনা করা হয় এবং এই নির্দেশিকা যথাযথ ভাবে মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এছাড়াও , পরীক্ষা, অনুসন্ধান, চিকিৎসা এবং রোগীকে বিচ্ছিন্ন করে রাখার কৌশলের প্রয়োজনীতা, রোগ পরীক্ষার ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, শিশুদের যত্ন এবং মহকুমা স্তরে অস্থায়ী হাসপাতাল সহ অতিরিক্ত শয্যার ব্যবস্থা,
ওষুধ, টেস্টিং কিট এবং পিপিই পাওয়া সুনিশ্চিত করা, অক্সিজেনের সহজলভ্যতা বাড়ানো এবং বাড়ি ও গ্রাম / সম্প্রদায় স্তরে আইসোলেশন কেন্দ্র / কোভিড কেয়ার কেন্দ্রগুলিকে শক্তিশালী করা’র বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।
জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি) এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের (আইএনসি) পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনকের জারি করা নতুন নির্দেশিকাগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দক্ষ চিকিৎসক ও প্যারা-মেডিকেল কর্মীর ব্যবস্থা করার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
দেশের ৭৩৬টি জেলা হাসপাতালে প্রতিষ্ঠিত শিশু চিকিৎসা কেন্দ্রে কোভিড মোকাবিলায় ব্যবস্থাপান জোর করে তুলতে রাজ্যকে সহয়তায় প্রদান , টেলি-আইসিইউ পরিষেবা প্রদান,শিশু বিশেষজ্ঞ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য রাজ্যগুলিকে সাহায্য, মেডিকেল অক্সিজেনের যথাযথ ব্যবস্থা,কোভিড রোগীদের সাহায্যার্থে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং স্নাতক ও স্নাতকোত্তর,ইন্টার্নস, চূড়ান্ত বর্ষের এমবিবিএস, বিএসসি এবং জিএনএম নার্সিংয়ের শিক্ষার্থীদের যাতে সঠিক ভাবে কাজে লাগাতে যায় তার জন্য রাজ্যগুলিকে সহায়তা দানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তথ্য প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (পিএইচসি), কমিউনিটি হেলথ কেন্দ্র(সিএইচসি)গুলিকে জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত করার বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এ দিনের বৈঠকে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?