অনলাইন ডেস্ক, ১৫ জুলাই।। আর্জেন্টিনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু এক লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৭ লাখের বেশি।পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্যে লাতিন আমেরিকার দেশটির মহামারীর এই চিত্র পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় আর্জেন্টিনায় ১৯ হাজার ৬৯৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটির মোট সংক্রমণ ৪৭ লাখ ২ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে।একই সময়ে করোনা আক্রান্ত আরও ৬১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৫০ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে। আরও ৫৭ হাজার ৬৬৪ রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ৯২ লাখ ৯ হাজার ৭২৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের ১ হাজার ৫৭৪ জনের মৃত্যুতে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৯৮ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৪ হাজার ৫১০ রোগী শনাক্ত হয়েছে। মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১৮ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৪৮৯ জন। আরও ৮ হাজার ৭১৫ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৯৫ জনে।